ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
“একমাত্র সুশিক্ষাই একটি জাতিকে উন্নত ও সমৃদ্ধ করতে পারে।” এই মূল মন্ত্রে বিশ্বাস রেখে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ ও সুশিক্ষিত করে গড়ে তোলার প্রয়াসে মহানগরী চট্টগ্রামের
পাহাড়তলীস্থ সরাইপাড়ায় ২০১০ সালে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয় সাধনের মাধ্যমে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু হয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে আধুনিক ও যুগপোযোগী শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে এই প্রতিষ্ঠান সর্বদা অগ্রণি ভুমিকা পালন করে আসছে। সম্পূর্ণ ক্যাম্পাস ক্লোজ সার্কিট ক্যামেরায় সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা, মাল্টিমিডিয়া ভিত্তিক পাঠ দান পদ্ধতি, নিজস্ব ওয়েব সাইট ও অনলাইন ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার্থী স্কুলে উপস্থিত হয়ে আইডি কার্ডস পাঞ্চ করলে অভিভাবকের মোবাইলে অটো এসএমএস পৌঁছে যায়। অনলাইনে ভর্তি, পরীক্ষার ফলাফল, ফি পরিশোধসহ সহ নতুন নতুন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে স্কুলটি প্রতিনিয়তই এগিয়ে চলছে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য নিয়ে। অত্যন্ত সফলতার সাথে ইডেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রতি বছর পঞ্চম, অষ্টম ও এসএসসি পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ-৫ সহ শতভাগ পাশের গৌরব অর্জন করে আসছে। এছাড়াও এই প্রতিষ্ঠান সরকারী ও বেসরকারী বৃত্তি পরীক্ষাগুলোতেও ঈর্ষণীয় ফলাফল অর্জন অব্যাহত রেখেছে। বিভিন্ন পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা যাতে প্রতিযোগিতার ক্ষেত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে পারে তার জন্য এ প্রতিষ্ঠানে রয়েছে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বার্ষিক স্মরণিকা প্রকাশসহ প্রতিভা বিকাশের নানাবিধ আয়োজন। সুদক্ষ পরিচালনা বোর্ড, সুশৃঙ্খল বিদ্যালয় পরিচালনায় প্রতিজ্ঞাবদ্ধ প্রশাসন ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকামন্ডলীর আন্তরিক তত্ত্বাবধানে অভিজাত ও নিরিবিলি পরিবেশে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ করে গড়ে তুলতে এ প্রতিষ্ঠান সর্বদা সচেষ্ট।
মুসলমান সকল শিক্ষার্থীর জন্য কুরআন শিক্ষার ক্লাসে পবিত্র কুরআন তেলায়াত, নামাজ-কালাম ও প্রয়োজনীয় দোয়া দরুদ শেখানো হয় যার কারনে আমাদের কোনো শিক্ষার্থীর কুরআন শেখার জন্য বাহিরে যাওয়ার প্রয়োজন হয় না।
জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষতা:
অর্জনের জন্য একই ব্যবস্থপনায় রয়েছে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম। কম্পিউটারসহ নানান
বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের কারনে পড়ালেখা শেষে কোনো শিক্ষার্থী বেকার থাকবে
না বলে আমরা বিশ্বাস করি।